সন্ধ্যা আঁধার চিরে
যায় ফিরে পাখি নীড়ে
এইখানে দেখি বিপরীত
ঘরে বন্দী কোন তাড়ায়
দিন শেষ হয়না এখন
নীরবতা ঘিরেছে পাড়ায়।


আমি ঘরে। ভাল তবে।
যে ভাবে খাব কবে
তার কাছে এর মানে
খাবারই জীবন তুল‍্য
নেই অন্ন কিসের জন্য
পাব এই জীবনের মূল্য?


এই মহামারিতে দেশ
জীবনের কত শেষ!
ভাবি নাই এই দশা
কবে মুক্তি সত্যি পাব
মুক্ত দেখে এই সমতল
যারে পাব বুকে জড়াব।