তোমার সেই স্বপ্ন গাঁথার মানে
যা ভুলেছি এই টুকু তার দাম
ক্লান্ত আমার সময় শুধু টানে
ব‍্যথাতুর এক অভিমানির নাম!


লেখা হয়ে কোথায় আছে জানি
কোন পাখিদের ওড়ায় তাতে মিল
চাঁদের কত বয়সে ঘুম ভাঙে
তোমার আমার স্বপ্নে অনাবিল!


একটু ছোঁয়ার অন্য ভাল লাগায়
শব্দ করে ঝরে শিরিষ পাতা
চমকে উঠে শব্দ গুলো থামায়
চেষ্টা বৃথাই বাতাস হলে ত্রাতা!


__________