ক)


সত‍্য এই রাত্রিতে খুঁজে পেলে ঠাই
খুঁজে দেখো সত‍্যের সন্ধানই নাই!
আলো চেয়ে শেষমেশ লাগে ভেলকি
তুমি আছো আমি নেই হারিয়ে গেল কী?
খুঁজে খুঁজে হয়রান সে অঙ্ক মেলেনা
এতো বড় তামাশার জায়গা পেলে না?


খ)


সরষে ফুলের সাথে হলুদের রঙ
মৌমাছি মিশে যত গানের ভড়ং
ঝিকিমিকি করে দিন পাখির বাসা
মাঠে মাঠে চলে শুধু যাওয়া আসা।


গ)


গল্পে যখন যুদ্ধ জয়ের তরবারি ঝনঝন
গা ছমছম করে আমার অন্যরকম মন
যায় উড়ে তেপান্তরে ঘুরে মেঘের বাড়ি
রূপকথা শুনতে করা যায় না করা আড়ি।