সুখতো আমার স্বপ্নে দেখা স্বপ্ন
কেমন করে বলবো তারে রত্ন?
আমি শুধুই আমার মতো করে
সুখের গাঁথা লিখে যাই অন্তরে।
সুখতো নানান শূন্যে ওড়া পাখি
অবাধ মাঠে বৃথাই ডাকাডাকি।
কেমন গড়ন? স্বচ্ছ হীরা,কাচের?
বালির টিবি উড়ে যাওয়া ধাচের?
মাঝে মাঝে এতই কাছে আসে
সুখপাখিটা জীবন ভালোবাসে!
সুখতো আমার দিগন্ত মিলরেখা
পথ পেরুলেই পাব যেন দেখা!
যখন আমার স্বপ্নে জাগায় ঘৃণা
পাহাড় আড়ে বাজায় সেযে বীণা।
সুর শুনে তারি মুগ্ধ যদি হই
বুকের মাঝে তখন ফুটায় খই!
সুখতো আমার ছোট্ট শিশুর ঘুড়ি
একটু হাওয়ায় কখন গেছে উড়ি!