উটকো বলে যেই সরেছি একটু দূরের পার
সামনে দেখি দাঁড়িয়ে সটান টিটু সমাদ্দার।
বলল বাছা, ছুটছো কোথায়? হয়েছে টা কি?
ব‍্যস্ত বুঝি? খুবই তাড়া? দাঁড়াও তো দেখি?
বলছি দেখো ব্রীজের পাশে যার মাথাটা বেল,
তাকে আমি টাক বলেছি, ঝুনো সে নারকেল।
অমনি এতো দৌড়ানি ভাই প্রাণটা নিয়ে বাঁচি
তুমিই বলো, বেল তুমি ও! এই যে কাছাকাছি
ফোঁস করোনি, ফাঁস করোনি এতো বড় টাক!
ভুড়ির রাজা তা কি বলি? এসব এখন থাক!
রেগে তখন এতো আগুন কেউ দেখেনি আর!
তাকিয়ে দেখি কাঁপছে রেগে টিটু সমাদ্দার।
এই ছোকরা! বলার আগে আমি পগার পার
পিছু ছোটে পাগলা নতুন টিটু সমাদ্দার।।