তোর এমন জনম কেন বঙ্গে
দীন হীন এক মলিন ঢঙে ।।
চাইলে কী আর এমনি হতো
ও মন হারা পাখির মতো
সকাল দুপুর গড়িয়ে শত
যে রূপ রঙে নতুন ঢঙে ।।
উইড়া উইড়া যায়
কোন অজানায়-------
খুঁজতে গিয়ে পাইনি যেন
উড়ছে সে এমন কেন?
কার কথা সে ভাবছে ব্যথা
বলবে কী তা আমার সঙ্গে ।।
বেলা অবেলায়
গভীর মমতায়-------