কত পথ খুঁজে মত মানে পূণ‍্যবান?
দীঘল রাত্রি কত করে গুজরান?
রাত্রির শেষ আলো পথ দেখালো
গহীন ভাবনায় কী যে চমকালো!


উড়ন্ত পাখির চোখে সময় খরচায়
আবেদীর মনোস্থির কাবার দরজায়,
মক্কা,মদিনা কিংবা খোদার আরশে
চায় কোনো পথ পাবে ওহীর পরশে।


প্রার্থনায় মগ্ন ক্ষণ শেষ হয়নাকো
প্রেমিকারচোখেচোখতাও ভুলেথাকো
ঝিঝি পোকার ডাকে ডাহুকের সাড়া
বুঝতে নারাজ তুমি জেনে পাহারা।


কার আশ্বাসে বাড়ে এ অঘোর ঘুম?
এখনই হতে পারে চোরের মৌসুম
জাগো বাহে বাতাসে এসেছে আযান
কে ডাকে কেন ডাকে ভেবেছে পরাণ?