রাত্রিরা ঢলে পড়ে বাতাসের গায়
গুঞ্জন যত শুনি মাতাল পাড়ায়!
ঘুমিয়ে চোখে কী মায়া যে জাগে  
দেখে যা চুপিচুপি মতিহার বাগে।
খুঁজে শেষ পরিবেশ নাই নাই নাই
এই নিয়ে কাগজে কাহিনী বানাই।
রটে যায় চমকে সে চম্পার বালা...
এর শেষ খুঁজবে যার গায়ে জ্বালা!
জ্বালা জ্বালা জ্বালা সয়ে
যে মারে টান,
ফাঁদে পড়ে শিখবে কী
ভুল সে বয়ান?