সুনীল বললেন-
কেউ কথা রাখেনি
তাতে কারো কিচ্ছু যায় আসেনি
আমিও কথা রাখিনি
যে যাবার সে চলে গেছে
চোখে ব্যথার জল নামেনি
বুকের গহীনটা যে ফাঁকা হয়ে আছে
সে ভাবনায়
কোন রাত নির্ঘুম কাটেনি।
নিয়তির কথা
এসেছি একা যেতে হবে একা
মাঝখানে গুটি কয়েক বসন্ত
যৌবনের উদ্যানে
রোপন করবে ভালোবাসার চারা
আবেগে তাড়িত হবে হৃদয়
হেসে উঠবে আকাশের
নীল দ্রুব তারা
চাঁদনী রাতে দক্ষিনের বেলকোনিতে এসে
হানা দিবে
জোছনার আলো ধারা
আমি তুমি পুলকিত হবো
বেহিসাবী ভাবনার সয়ে জ্বালা।
হঠাৎ একদিন
নামবে শ্রাবণের ধারা
কুল হারা নদী খেলবে
ভাঙ্গনের খেলা
সে খেলায় হব ছন্নছাড়া
সুনীলের ভাষায়
বরুনা তখনও থাকবে একা
শুধু একজন নারী হয়ে
১০৮টি নীল পদ্ম খুঁজে পাবে না
তার ব্যথা
কেউ কথা রাখেনি
তাই বরুণা আজও একা।