যদি ফিরে আস
জীবনের ভুলগুলো শুধরে নিব
মায়াবী রাতে মুখোমুখি বসে
পৃথিবীর সুখ বুঝে নিব।


যদি ফিরে আস
সময়গুলো সাজাবো তোমার মনের মত করে
নয়নের জল পড়তে দিব না আর কোনদিন নীরবে
একই পথে হাঁটবো দু'জন পথের ধুলো উড়িয়ে
বদনাম যদি হয় মেনে নিব সাদরে।


যদি ফিরে আস
আকাশের উদারতা গায়ে মাখিয়ে
অবেলার ঝগড়া গুলো শুধরে নিব
নিয়ন আলোর টেবিলে চায়ের আড্ডায়
অসমাপ্ত কথাগুলো সেরে নিব দু'জনে।


যদি ফিরে আস
পাশাপাশি বসে দু'জন দেখে নিব
চাঁদের অপরুপ হাসিমাখা মুখ
আগামী প্রণয়ের কথা ভেবে
হাতে হাত রেখে হৃদয়ে হৃদয়ে
আবার তুলবো নতুন বীনার সুর।


যদি ফিরে আস
অভিমান কার কত সে হিসাবটা চুকিয়ে নিব
অতীত দু:খের স্মৃতিগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে
আবার নতুন জীবনের স্বাদ খুঁজে নিব।


রচনাকাল
১২.১০.২০