যাক সব আঁধার কেটে ধরণীর বুক থেকে
গোধুলী আবীর মেখে ডাক দিয়ে বলুক
ভালোবাসি তোকে
আবার, স্বপ্ন জাগুক বুকে নীল আকাশ ছুঁয়ে দিতে
জেগে উঠুক তানপুরা সুরের লহরীতে
নামুক কোলাহল শহরের পিচঢালা পথে
ঐ দূর গাঁয়ে কৃষাণীর পায়ে বাজুক মল রিনিকঝিনিক লয়ে রাখালী বাঁশীর সুরে
আবার ফিরে আসুক বসন্ত কৃষ্ণচূড়া গায়ে।


রচনাকাল
০৮.০৭.২০