তোমার ইচ্ছের কাছে
আমার অনেক ঋণ আছে
তোমার কষ্টগুলো এখনো
আমার কানে বাজে
তোমার অধর আমার
অনেক কথা লুকিয়ে রাখে
তোমার হাসি আমার
দুষ্ট চোখের ভাষা ভালো বুঝে
তোমার যুগল চোখ আমার
অদেখা অনেক ছবি তুলে রাখে
তোমার কালো চুলে
আমার স্বপ্নগুলো দোল খেলে
তোমার নরম হাতের ছোঁয়া
আমার মনে প্রেরণার বীজ বুনে
তোমার শাড়ীর আঁচল আমার
বসন্ত মাতিয়ে তোলে
তোমার পায়েল ঝংকার শুনি
হৃদয়ের জলসা ঘরে
তোমার মনের ব-দ্বীপ আমার
আগামীর ভিত্তি গড়ে
তোমার একেকটি বেলা
আমি হারা হয় দু:স্বহ
বুঝি কতটা অবহেলা
তোমার প্রাচুর্যময় হৃদয়ের
অল্পে তুষ্টি
আমার জীবনে বড় প্রাপ্তি।


রচনাকাল
১৫.০২.২১