আজ মেঘবালিকার জন্ম দিন
বাদল দিনের প্রথম দিন
অলস দুপুর, মেঘলা আকাশ
বৃষ্টি ভেজা সারা দিন
আজ রোদ্দুর গেছে বিদেশ ভ্রমন
বিকেল তাই বেশ সৌখিন
মেঘবালিকার জন্ম দিন।


আজ টিনের চালে বৃষ্টি নুপুর
শব্দ করে টাপুর টুপুর
তপ্ত হৃদয় শীতল  চাদর
সরিয়ে মনের বিষাদ সিঁদুর।


আজ বৃষ্টি জলের মুখরতা
ভিজিয়ে দিয়ে  মনের কায়া
খোলা হাওয়া হৃদয় নিয়ে
খেলে আপন মনে ইচ্ছের খেলা।


আজ যৌবন দেহে বৃষ্টির ভেলা
ঠোঁটের আগায় চুমুর মেলা
গোপন প্রিয়ার গোপন কথা
তাই বৃষ্টির জলের মুখরতা।


আজ ঝেড়ে ফেলে লাজুকতা
কথার ভিতর কথা গাঁথা
মন খোঁজে তার মনের সখা
আড়াল থেকে স্বপন চোরা
বলছে মনে একা একা
আজ বৃষ্টি থাকুক শহরজুড়ে
নুপুর বাজুক তার অঙ্গ ভাঁজে
তন্বী দেহে সিক্ত বসন
ছবি আঁকুক মনের রঙ্গে।


আজ চোখ দুটিও আনমনা
খোলা হাওয়ায় উদাস ভোরে
কেন রোদের মত হাসলে না
সুরের জলে ভাসলে না
নিজের কথা শুধরে নিয়ে
মন খারাপের দরজায় গিয়ে
কেন আমায় তুমি ডাকলে না?


আজ আকাশ ভেঙ্গে বজ্র নামে
অতীত স্মৃতির হৃদয় খামে
থাকে কষ্টে ঘরে অন্তরীন
আজ মেঘবালিকার জন্ম দিন
বাদল দিনের প্রথম দিন।


রচনাকাল
২১.০৬.২০২০