আমি কবি হতে আসি নি
হওয়ার যোগ্য তাও রাখিনি।


মনের অগোছালো কথাগুলো
লিখি ভুলে ভালে ঢিমেতালে
তাতে নেই কোন আবেদন নিবেদন
বেদনার বিনোদন, সুরের শিহরণ
ছন্দের স্বচ্ছ বিতরণ, ঘটনার বিবরণ
মানবতার উচ্চারণ
আধিক্য শুধু স্বর, মাত্রা, অক্ষরবৃত্তের ছন্দপতন  
তাই লেখার মান নয় অসাধারণ।


উপলব্ধিতে মিলে
নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ
সুনীল, নির্মলেন্দু, শামসুর রহমান
আল মাহমুদ, হেলাল হাফিজ
হতে পারে কয়জন?


রচনাকাল
০৪.০৭.২০