ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষগুলো
যেন কেউ কারো নয়, আপনও নিজের নয়।


চার দেয়ালের টুকরো টুকরো জীবনগুলোর বাঁচার প্রকৃতি অসমান
কোথাও অভাব-অনটন, কোথাও চিত্তের দৈন্যতা, রয়েছে মনুষ্যত্বের শুণ্যতা।


কোথাও ভোগ-বিলাসী রঙ্গীন নেশার উৎসব
কোথাও চাঁদাবাজ, সন্ত্রাসীর মচ্ছব
আছে ঘুষ খোর, দুর্নীতিবাজ, লম্পট।


যান্ত্রিক এই লোকালয় বড়ই নির্দয়
ভালবাসার আঁচড় লাগেনা হৃদয়ে হৃদয়ে
ফোটেনা শিউলি, গোলাপ, হাসনা হেনা
মনের বাগান শুষ্ক বলে
ঝরেনা বকুল ভালবাসার অনুরাগে
যত্নে গাঁথেনা ফুলের মালা কোন প্রিয়সী
প্রিয়ার গলায় পরাবে বলে।


এ নগর ভালবাসার শূন্যতায় ভোগে
শুধু লাভের হিসাব বুঝে।


যান্ত্রিক এই অরণ্যে শুনা যায়না
কোকিলের সুমধুর ডাক
দেখা যায়না দোয়েল ফিঙ্গের তরঙ্গময় নাচ
বুলবুলির মিষ্টি মধুর কলকাকলি
ভোরের আকাশে বাজে কেবল কাকের কর্কষ ধ্বনি।


শহরের মানুষ গুলিও যেন কেমন
সেলাই মেশিনের মতন
অবিরাম ব্যস্ত হাড়ভাঙ্গা খাটুনিতে
একটু সুখের নেশায়
কর্পোরেট অফিসের চাকচিক্যময় কর্মজীবীর মেকি হাসি তেও মিলে একই ছবি, ঘুরে দাঁড়াবার প্রতিশ্রুতি।


মাঝে মাঝে বস্তি, সু-উচ্চ দালান ও কলকারখানায় আগুন
বাতাসে ভাসে জীবন্ত মানুষের পোড়া গন্ধ
ব্যস্ত রাজপথে অসহনীয় যানজট কিংবা ভি আইপি
প্রটোকলে অযথা কালক্ষেপন
কানে ভেসে আসে মানবতার ক্রন্দন।
ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ কে রাখে কার খবর
সবাই স্বার্থপর।


রচনাকাল
২৬.০৮.২০১৯