বলতে চাই তোমায় কিছু কথা চুপিচুপি
তুমি শুন ঐ যুবকের কথা হাসো মিটিমিটি
আমারও যে একটা মন আছে
কেন বুঝনাগো তুমি
সে মনের মাঝখানে বসত কর তুমি!


তোমাকে চাই বলে
প্রত্যাশার আগুনে অবিরাম জ্বলে পুড়ছি আমি
কেন বুঝনাগো তুমি
বেদনার চাষাবাদ করতে করতে রিক্ত হলাম আমি
কেন বুঝনাগো তুমি
সে মনের মাঝখানে বসত কর তুমি!


কষ্টের সীমানা কী বুঝ তুমি?
বলতে কী পার
তার দৈর্ঘ্য, গ্রস্ত, উচ্চতা, ব্যাসার্ধ ভূমি?
যে আগুন জ্বলছে বুকে তার ব্যাসার্ধ যদি মাপ তুমি
দেখবে বেদনার চাষাবাদের কেন্দ্রবিন্দু
শুধুই তুমি আর তুমি?


রচনাকাল
২৭.১০.২০