তুমি আছ মহাসুখে
ঝলমলে নীড়ে
অতীতের স্মৃতি ভুলে
নতুন স্বাদ গিলে!


আমি আছি দু:খে
স্মৃতির আঁচল ধরে
নিজেকে জড়ায়ে
মিথ্যে মায়ার মোহে!


বেশ উচ্ছ্বসিত তুমি
শরীরী প্রেম গায়ে মেখে
জোছনাবিলাসে গেছো
চিরচেনা লোকালয় ছেড়ে
খেলেছ ভাঙ্গন খেলা
ধর্মগ্রন্থ ছুঁয়ে!


ভালোবাসার নিউজ চ্যানেলে
যদি প্রশ্ন ধেয়ে আসে
আমার অস্থির প্রাণ, অতশত দান
যৌবনের সেই নিখুঁত ঘ্রাণ
কেন হলো ম্লান
উত্তর হয়তো দিবে হেসে
কোন দোষ নেই তোমার
আমার ভালোবাসা মিছে!


মেনে নিয়েছি পরাজয়
বুঝে তোমার মিথ্যা অভিনয়
জখমও সয়েছি অমৃত ভেবে
ভালো থেকো আমার নন্দিনী
দূর পরবাসে নতুন ফ্রেমে!