যে পথ ভুলে গেছো তুমি
সেই পথে আজও হাঁটি আমি
নীল আকাশের নীচে নিষ্ফল চোখে
চেনা অচেনার নীড়ে স্বপ্নগুলো পুড়ে!


আলতো হাওয়ায় ওড়ে পথের ধুলা
শূন্যতায় বুক ভরা
তবুও এ প্রান্ত থেকে ও প্রান্তে
সীমান্ত থেকে সীমান্তে ছুটে চলি
চেনা সুখ, চেনা মুখ, ভেজা কণ্ঠের মোহে!


অধরাই থেকে যাও তুমি
স্মৃতির এপিটাফে হাত রেখে
অপেক্ষার সমাপ্তি টেনে
কষ্টের ডাইরীতে
অব্যক্ত কথাগুলো থাকে জমে!


রচনাকাল
০৬.০৪.২০২০