বেলা শেষে অবেলায়
তুমি এলে নিরালায়
নিস্ফলতার অকুল অন্ধকারে
প্রণয়ের ডালপালা মেলে
লাভ কী বলো, আমি রিক্ত বয়সের ভারে
চলে গেছি দূরে বহু দূরে
যৌবনের ভাটা চরে
অধ:পতিত এই অসময়ে
উষ্ণতা নিভে যাক
শূন্যতার আলিঙ্গনে।


রচনাকাল
১৭.০৪.২০২০