ইচ্ছে আমারও হবে
তখন না হয়
ইচ্ছার বাড়ী যাব
ইচ্ছার সাথে কথা কবো
ইচ্ছার বেলকোনিতে বসে ঝাল মুরি খাবো
তার অনুভবগুলো জানবো
দুপুরে সূর্য স্নান সেরে
লাঞ্চে না হয়
ইচ্ছার হাতের রান্না মুড়িঘণ্ট খাবো
বিকেলে ঘুড়ি উড়াবো
ইচ্ছার ডানায় ভর করে
মেঘের দেশে উড়বো
ইচ্ছার মন রংধনু রঙে রাঙাবো
হৃদয়ে ভালোবাসার রং ছোঁয়াবো
একসময় ইচ্ছার ভাবনাগুলো নিয়ে
স্বল্প দৈর্ঘ্য একটি চলচ্চিত্র বানাবো
কান উৎসবে চলচ্চিত্রটি যাবে
অস্কারও পাবে
তারপর কে ঠেকায়
ইচ্ছে মাথায় উঠে তানপুরা বাজাবে
তার বেশ কদর বাড়বে
নতুন নতুন পরিচালকের হাতে পড়বে
কারো সাথে গাঁটছড়াও হয়তো বাঁধবে
পত্রিকায় বড় বড় শিরোনাম হবে
কিছুদিন পর হয়তো ইচ্ছার ঘরও ভাঙবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সংবাদ ভাইরাল হবে
কোন কোন ইচ্ছে আবার অবরুদ্ধ হবে
তার সাথে
কথা বলতে গেলে উপরের পার মিশন লাগবে
ইচ্ছে মাটি ছেড়ে আকাশে পা ফেলবে
ইচ্ছার কারিগর বরাবরের ন্যায়
উপেক্ষার সারিতে বসবে
ইচ্ছে আবারও হবে
তখন না হয় পরবর্তী দৃশ্যপট বর্ণনা হবে!


রচনাকাল
২২.০২.২১