সব ব্যথা সয়ে সয়ে
হৃদয় গেছে নীরব হয়ে
ভাষাহীন এক নির্বোধ আমি এই শহরে
ব্যথা গুলো বুঝেনি আমার সুদিন
মেলে তার সব ডানা
ভিতর ভিতর গুড়িয়ে দিয়েছে
সুখের সব ছানা
বেশ ছোট্ট একটি মন
তার মধ্যে ছোট্ট একটি স্বপ্নের বিচরণ
আকাশ চাইনি, বৃষ্টি চাই
প্রশান্তির ধারায় ফিরতে চাই
যেন নাব্যতা ফিরে পাই
আকাশ তো বিশাল
সে হৃদয় আমার নেই।
ছাপোষা হতে গিয়ে
সব দিয়েছি বিকিয়ে
ভাষাহীন এক নির্বোধ আমি এই শহরে
কখনো নির্মম হতে পারিনি
ভগ্ন শরীরে
অন্ধকারে আলোর সন্ধান করতে গিয়ে
বার বার আছাড় খেয়েছি
নির্মমতাকে আলিঙ্গন করে
ভাসিয়েছি সাম্পান
ছুটে গেছি গন্তব্যে লক্ষ্য ঠিক রেখে
তবুও মিলেনি ন্যায্যতা
উপলব্ধি বলে
আমি খাঁটি ও নির্ভেজাল এক বোকা!


রচনাকাল
০৯.০১.২১