মন যে আজ আনমনা, ছুটে অজানায়
কোকিল ও কণ্ঠে মাতে, বউ কথা কও
অরুণিমা কাছে ডাকে, বধু নিয়ে যাও
ডানা মেলে প্রজাপতি, উড়ে আঙিনায়।
ফাগুনের আঁকিবুকি, নিজে দোটানায়
নয়নে নয়ন রাখি, কেন ক্রাশ খাও
সীমাহীন চেয়ে চেয়ে, কারে যে পটাও
রাজ পথ মুখরিত, রূপের বন্যায়।


স্মৃতি গাঁথি সুখ বাঁধি, আপন ভূবন
বসত মনের দীপে, মানির মানহানি
অভিসারে মন ছুটে, সুখ পুষে রাখে
রূপের ঝলকে দেখি, সে আবেগপ্রবন
বৃন্দাবন বিলাসিনী, দাও গুলাবপানি
তৃষা বুকে নিজ গুণ, রূপে রূপে মাখে।


সনেট: পেত্রার্কীয়
রচনাকাল
০৬.০৬.২১