প্রতিটি সকাল থাকে সতেজ
সূর্যেরও থাকে রক্তিম মেজাজ
জেগে ওঠে ব্যস্ততা
চারিদিকের কোলাহলে
কেটে যায় নির্জনতা।


অন্তহীন এই যাত্রায়
কেউ স্বপ্ন গড়ে
কেউ স্বপ্ন ভাঙ্গে
কেউ হয় রোমাঞ্চিত
কেউ বধির সাজে।


কেউ ভালোবাসা খোঁজে
কেউ ভালোবাসা লুটে
ক্ষমতার দাপটে আবার
কেউ কেউ অপকর্মে ডুবে।


কেউ হারায়
কারো থাকে হারাবার ভয়
কেউ সাহস যোগায়
কেউ কৌশলে পালায়
যার কিছু নাই সে
আড় চোখে তাকায়।


কষ্টের ক্রোধানলের
বিবাগী মনটা
ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে
বলে আর কত!


রচনাকাল
১৩.০৩.২০২০