যখন একা থাকি বেশ ভালো থাকি
রাত্রি জেগে অন্ধকারের সাথে জমিয়ে আড্ডা মারি
ভোর হলে উদীয়মান সূর্যের আলোর সাথে আলাপ সেরে দিনের কার্য্যসূচী ঠিক করি
যথারীতি স্নান সেরে পরিপাটি সাজে কর্তব্য কাজে নেমে পড়ি
মধ্যাহ্ন ভোজ এখন অফিস পাড়ার রসালো ভোজনশালায় সারি
বিকালের কার্য্যসূচী মোতাবেক দেশলাই এ আগুন জ্বালিয়ে হৃদয় অঙ্গার করি
সন্ধ্যার একটু আগে হাকিমের টং দোকানে বসে চায়ের কাপে চুমুকে চুমুকে তৃষ্ণার জল গিলি
রাত নিস্তব্ধ হলে ঘুমন্ত শহর ঘুরে আপন ঠিকানায় ফিরি
পিছুটান নেই বলে বড্ড স্বাধীন এখন আমি
ভাবলে হয়তো অবাক হবে তুমি!


রচনাকাল
১২.০৯.২০