যদি দেখিস
বলিস তারে
মনের ব্যথা
মনের ঘরে
কন্ঠস্বরে শুধু
দু:খ ঝরে।


শরীর বেয়ে
বয়স বাড়ে
শূন্যতাকে পুঁজি ধরে
নিজের সাথে
যুদ্ধ করে।


মনের আয়নায়
ধুলো জমে
রঙের আকাশে
আঁধার নামে।


যদি দেখিস
বলিস তারে
ইচ্ছে হলে
ফিরতে পারে
জরাজীর্ণ এই কুটিরে
একলা আমি
তার বিরহে।


রচনাকাল
২৭.০৫.২০