একুশ রাঙে রক্ত লালে
শহীদ মিনার ফুলে ফুলে
ভরে ওঠে শ্রদ্ধা ভারে।


একুশ বলে ভাষার কথা
তার ভিতরেই স্বাধীনতা
বীর জনতা জেগে ওঠে
রক্ত দেয়ার শপথ গড়ে।


একুশ এলো
বাংলা মায়ের অকুতোভয় সন্তান
সালাম, বরকত, রফিক, সফিক, জব্বার
বুকের তাজা রক্ত ঢেলে দিলো
অত:পর রাষ্ট্র ভাষা বাংলা হলো।


যে ভাবনায় একুশ পেলাম
স্বাধীনতার শপথ নিলাম
অস্ত্র হাতে যুদ্ধে গেলাম
সেই চেতনা হারিয়ে
একুশ এখন সাজ বাহারে
লোক দেখানো চাকচিক্যে
তার বেদনা মর্মে বাজে।


রচনাকাল
২০.০২.২০