তোমায় দিলাম আমার কথার মালা
তুমি গলায় পরে নিলে ফুলের মালা
ভালোবাসি বলে মনে বাড়ে জ্বালা
মানতে পারিনা তোমার কোন অবহেলা।


দীঘির শান্ত জল বলে কী লাভ বল রেগে
ছোটখাটো ভুলগুলো শুধরে নাও আয়নায় নিজেরে দেখে
বৃষ্টির করুণ রাগে মেতে উঠ ভর দুপুরে
দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে নাও বিশুদ্ধ শ্বাস
ছাড় সব বদঅভ্যাস
ঐ যে দেখ আকাশ, কী নির্মল তার চাহনি
কী বিশাল তার হৃদয়
তুমি হও উদার, ভালোবাসার মানুষটি হয়তো ফিরবে এবার।


রচনাকাল
২১.০৮.২০