সময় বয়ে যায়
স্মৃতিগুলো রয়ে যায়।
ভাল কাজ বেঁচে থাকে
মানুষের কথার মাঝে।
দিন শেষে রাত জাগে
ছেলেবেলা পিছু ডাকে।
কবির কবিতা সাজে
চিন্তার ভাঁজে ভাঁজে।
চৈত্রের ক্ষর তাপে
তৃষ্ণায় বুক ফাটে।
রাখালী বাঁশীর সুরে
কৃষাণীর হাসি ঝরে।
ফাল্গুনী রঙে
তরুনীর মন রাঙ্গে
কোকিলের কুহু ডাকে
ভালোবাসা জেগে ওঠে
দিবসের ডামাডোলে
রমনার বটমূলে
নতুন সূর্য ওঠে
বাঙ্গালীর ঘরে ঘরে
বৈশাখ আসে ফিরে।
মানবতার শোরগোলে
রাজনীতি ঢিমেতালে
চাপা বাজ চাপা মারে
আইনের মারপ্যাঁচে
জনতা নীরবে কাঁদে।
রাজপথে যানজট
অযথা সময়ের খেসারত
সিগন্যাল ভুলভাল
পথিক হয় বেসামাল
নিরাপদ সড়ক চাই
ছিল সময়ের দাবী
কিন্তু
কে শুনে কার কথা
ভাবটা এমন
যেন আমিই বাপের বেটা!