ফেলে দেয়া স্মৃতি গুলির
কিছু কিছু তুলে এনে
যত্নে গড়ছি বুকের গহীনে
ইচ্ছে গুলোকে স্বাধীনতা দিইনি
অনেক সত্য প্রশ্নবিদ্ধ করে বলে!
ক্ষমতা, লোভ, সম্পদ, প্রাচুর্য
ওসব কারো কারো প্রিয় হতে পারে
আমি ভালোবাসা বুঝি
ভালোবাসতে গিয়ে নিগৃহীত হয়েছি
অপমানিত হয়েছি
বিরহ বিষে নীল করেছি শরীর
কষ্টের আবাসন গড়েছি বুকের বামে
তবুও হাল ছাড়িনি
জানি ফিরবে
ফিরে আসবে
ভুল ভাঙবে!


রচনাকাল
০১.০৪.২১