জানি ভুল ভাঙবে
আবার ফুল ফুটবে!
আমিও ফিরে আসবো
তোমার মনের জলসা ঘরে
বাজবে আবার নুপুর
চির নিত্য নতুন ভঙ্গিতে!
যাবো ফুলের বনে জ্যোৎস্না রাতে
ক্ষুদার অন্ন তুমি এনে দিবে
হৃদয় বীনার মোহন তারে
সুর গুলো কথা তুলবে নতুনভাবে!
এবার বোধহয় ভুল করবেনা
তোমার যোগ্য করে গড়বে
জানি ভুল ভাঙবে
আবার ফুল ফুটবে!
এসেই হাঁটবো বৃষ্টিতে
শুকনো হৃদয় ভেজাতে
সাঁতার কাটবো বুক সটান করে
প্রাণের নিভৃত কুঞ্জে!
প্রয়োজনে কাঁদবো না হয় নীরবে  
ভুলের রাজ্য থেকে সরে আসতে
শীতলপাটি বি ছায়ে বসবো দু'জন
বোঝাপড়ার ঘরে
প্রেমের অমিয় খনি খুঁজতে!
হাত ধরে হাঁটবো এবার
নির্বাসন থেকে ফিরে!
রচনাকাল
৪.৪.২১