ও কাজ তুমি করেছো
ছড়ি ঘুরাবার আমি কে
হয় যদি বদনাম
সুনাম নিবে বলো কে?


সকাল দুপুর রাত
কত কী আশ্বাস
বুঝে কী জনতা
খেতে যাচ্ছে বাঁশ!


মেঘ দেখে করিসনে ভয়
আঁধার যাবে কেটে
শক্ত করে কোমর বাঁধি
অধিকার পেতে!


শুনিস না তুই কারো কথা
নিজের বিবেক কী বলে
শুন সে কথা
তারপর বল তোর কথা!


একটু একটু বাসনা
কামনার বেড়াজালে আটকা পড়ে
দুর্বৃত্তায়ন তাতে বাড়ে
আমার সুখ নেয় কেড়ে!


আমি বুঝি আমার ব্যথা
নিভে কী কভু বুকের জ্বালা
ওরে বীর জনতা
কতকাল ঘুমিয়ে থাকবি
বোকার স্বর্গে তোরা?


এবার জাগতে হবে
শৃঙ্খলের তালা ভেঙ্গে
ফিরতে হবে বাড়ী
সেথায় পাবি মধুর হাঁড়ি
পেট পুরে খাবি
জেগে ওঠ ত্বরা
জ্বালবো সাম্যের মশাল মোরা।


রচনাকাল
১০.০৫.২১