জীবনের বাঁকে জীবন গড়ে বিচিত্র খেলাঘর
কোথাও নদী ভাঙ্গে পাড়, কোথাও গড়ে চর
কোথাও কান্নার রোল, শেষ বিদায়ের ক্ষণ
কোথাও নতুনের আগমন, আনন্দে আত্মহারা প্রতিটি মন
কোথাও শোষিত বঞ্চিত মানুষের বেঁচে থাকার তীব্র আকুতি, চিৎকার, হাহাকার
কোথাও ধনিক বুর্জোয়া লুটেরা গড়ে সম্পদের অঢেল পাহাড়
কোথাও অমাবস্যার ঘোর অন্ধকার
কোথাও দিনের আলো ফকফকা চমৎকার
কোথাও সৌন্দর্য পিপাসু উদাসী মন
কোথাও হায়েনার উদ্বত্য আচরণ
কোথাও ভালোবাসাময় জীবন
হৃদয়ে হৃদয়ে বেশ বোঝাপড়া
কোথাও রঙীন নেশায় ফুরফুরে ভাষা
অবিরাম খেলারাম খেলে বদমাইশি খেলা
কোথাও সুরম্য প্রাসাদ অট্টালিকা, কারুকার্যময় সভ্যতার উৎকর্ষতা
কোথাও কারো ভাগ্যে জোটেনা দু'বেলা আহারের থালা
কোথাও স্বপ্নেরা জেগে উঠে শিরদাঁড়া খাড়া
কোথাও জং ধরা জীবন অবোধ আক্রোশে ভরা
কোথাও জনতার মহাসমুদ্র নেতার উজ্জীবিত ভাষন
কোথাও সৃষ্টির উল্লাসে তারুণ্যের মাতম
কোথাও কুলহীন সরোবর
আশার আলো মোমবাতি হাতে অপেক্ষায় কেউ
আসবে নতুন ভোর।


রচনাকাল
২১.০১.২১