গভীর নিশীথে কে গো তুমি এসে
প্রণয়ের বাজাও বাঁশী শিয়রে বসে
শুনে সে বাঁশীর সুর কাটে বিরহেরও ঘোর
হৃদয় নেচে উঠে স্বপন ভেঙ্গে মোর।


ওগো গোপন প্রিয়া
আমি ব্যর্থ প্রেমের জ্যোতির্ময় তারা
বেদনা মাধুর্যে মোর মন গড়া
কী তোমায় দিতে পারি
শূন্যতার হাহাকার ছাড়া
ফিরে যাও তুমি
এখন মোর জীবনের অবেলা।


রচনাকাল
২৬.১১.২০