ভালো আছি তোমার জন্য
ভালো থাকি তোমার জন্যে।
মনের ঘরে হয়ে তুমি চাঁদ
জীবনের ঘরে জ্বালো আলো।
মাঝেমধ্যে
হৃদয়ের জানালা খুলে
মুখোমুখি বসে
অবসর যাপন করি দু'জন
চিলেকোঠার ছোট্ট বারান্দায়।
হিসেবের খাতা টালি করে দেখি
কার কী অপূর্ণতা?
আমার অপূর্ণতা পেলে
অংক কষো চোখের জলে!
চাঁদের জমিন ঘুরে ঘুরে
মুঠো মুঠো প্রেম আনো
তারার ঠোঙ্গা ভরে!
চোখে চোখ পড়লে
মৃদু হাসি হেঁসে
চির নবীন ভালোবাসা
দেখি চার্জশিট লিখে-
আমার অপূর্ণতা লাঘবে
নিত্য স্বপ্ন বুনো তুমি
তোমার আর্দ্র বুকে!


রচনাকাল
২.২.২১