যখন মুক্তিযুদ্ধের কথা বলি
আমার বাড়ন্ত যৌবনের উচ্ছ্বাস দেখি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেয়ার কথা ভাবি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
শোষিত মানুষের মুখে হাসি ফোটাবার স্বপ্ন চোখে আঁকি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
ইতিহাসের পাতায় পাতায় খুঁজি
৫২, ৬৬, ৬৯, ৭০, ৭১ এর দিনগুলি
আরো খুঁজি
উত্তপ্ত রাজপথ, রক্তাক্ত শার্ট
সালাম, বরকত, রফিক, জব্বার, আসাদ
৩০ লক্ষ শহীদ, স্বজনহীন পরিবারগুলি
যারা আমার অনুভূতির প্রতীক
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
পঙ্গু মুক্তিযোদ্ধার কষ্টগুলো বুঝার চেষ্টা করি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
সন্তান হারা মায়ের, স্বামী হারা বধুর
ভাই হারানো বোনের, হাজারো বীরাঙ্গনার বেদনাগুলো
খুলে খুলে কষ্টের তীব্রতা বুঝি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
৭ কোটি বাঙ্গালীকে দা বায়ে রাখতে পার বানা
বঙ্গবন্ধু'র সেই দৃপ্ত কণ্ঠের আওয়াজে গর্জে উঠি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
মার্চের ভয়াল রাতের বীভৎস ছবিগুলি একটি একটি করে দেখি
কষ্টের তীব্রতায় মন হয় ভারী
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
ঐতিহাসিক রেসকোর্স ময়দানের উত্তাল মঞ্চের পথে হাঁটি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"-
শ্লোগানে শ্লোগানে  
বাংলার আকাশ বাতাস শহর বন্দর গ্রামাঞ্চল
প্রকম্পিত করে তুলি
বলি বীর বাঙ্গালী অস্র ধর
বাংলাদেশ স্বাধীন কর
যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকা বেলায় প্রতিরোধ গড়ে তোল
মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি কর সঞ্চয়
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় বুকে ধারণ করি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
চারিদিকে বিজয়ের উল্লাস ধ্বনি শুনি
অনুভবে সুজলা, সুফলা শষ্য শ্যামল বাংলাদেশ
আমার মাতৃভূমি
আমি বাঙ্গালী, বাংলা আমার মাতৃভাষা
লাল-সবুজে জাতীয় পতাকা
বঙ্গবন্ধু এ জাতির পিতা
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
অসাম্প্রদায়িক বাংলাদেশ খুঁজি
কোথাও দেখা যায়না
ধর্মান্ধতা ভুরি ভুরি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
গণতন্ত্র নিয়ে ভাবি
আমার কথা বলার অধিকারে সেন্সরশিপ থাকে বুঝি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
সামাজিক সাম্য ও ন্যায়বিচার হীনতায় ভুগি
যখন মুক্তিযুদ্ধের কথা বলি
এমন বাংলাদেশ কী প্রত্যাশিত ছিল
হাজার হাজার প্রশ্ন তুলে
বিবেকের দংশনে পুড়ি!


রচনাকাল
১৬.১২.২০