মাঝরাতে ঘুম চোখে দেখি
অচেনা এক দেবী
ডাগর তার আঁখি দুটি
নিশীথ স্বপন জোছনায়
শুধায় মোরে হৃদয় নিতে
এসেছি গো দ্বারে।


যত বলি তারে ডাকিওনা মোরে
হৃদয় পড়ে আছে ঐ দূর গাঁয়ে
যেথা হাসি মাখা মুখ, খরস্রোতা চোখ
কালোকেশী চুল, মেঠো ঘাস ফুল
রাখালী বাঁশির সুর, ঘুঘু ডাকা ভোর
আদর করে সোহাগ ভরে
ইশারাতে ধানের শীষ
ডেকে পাঠায় মোরে।


দেবী বলে সখা করিওনা বারণ, ধরিয়াছি চরণ
আজি এ জোছনা রাতে এসেছি তোমার দ্বারে
হৃদয় করিতে হরণ।


রচনাকাল
০৩.০৭.২০২০