সবগুলো যন্ত্রনা রেখে গেলে আমার জন্য
একটুও ভাগ নিলেনা
ভগ্ন শরীরে আর কত নিব বেদনা
একটুও মায়া লাগলো না
ভেবেছিলাম কিছু নিয়ে যাবে
উল্টো বিপন্ন তালিকায় আমার নাম জুড়ে দিলে
তারপর থেকে শুরু হলো হৃদয়ে রক্ত ক্ষরণ
কাঁটার প্রহার আঁচড় কাটে ভিতরটা ঝাঁঝরা করে দিলো
আশার মোমবাতি গেলো নিভে
জীবনও ভুলে গেলো ভালো কিছু উপঢৌকন পেতে!
অনাহুত বাড়াবাড়ি কখন যে সচ্ছলতা কেড়ে নিলো
বুঝতে পারিনি
সঁপে দেয়া আশাগুলো কাগজে কলমে রয়ে গেলো
আকাংখা আর অভিলাষগুলি মরেই গেলো
আবেগ গুলো ফিরে এলো মাথা নত করে
হঠাৎ একদিন থানার বড় বাবু এলেন ঘরে
নিয়ে গেলেন ধরে
শেষতক আটকে গেলাম কারা প্রকোষ্ঠে
সঙ্গী নিকোষ কালো অন্ধকার
নির্দোষ কয়েদীর প্রতি বড্ড মায়া তার!
তারপর আর কেউ খবর রাখেনি
কেউ খবর নেয়নি
কেউ খবর দেয়নি।


রচনাকাল
০২.০৪.২১