সবেমাত্র চিঠি লিখতে বসেছি
জানি তুমিও উৎকণ্ঠায় আছো
ভাবছি কী লিখবো, কী লেখারই বা আছে আমার
তুমি বড় লোকের মেয়ে, আমার নুন আনতে পান্তা পুরায়
একবেলা আহার পেলে দু'বেলার অভাব
বাবার বেশ টানাপোড়নের সংসার
সবেমাত্র কলেজের গণ্ডি পেরিয়েছি
কলাভবনের করিডোরে হাঁটাহাঁটি করছি
ভাবছি কী করার আছে আমার
জীবন সুন্দর এটা বোধহয় আমার জন্য নয়
কী লাভ বলো চিঠির অপেক্ষায় থেকে
সমাজ কী মেনে নিবে
তার চেয়ে এই তো বেশ আছি দু'জন
অপেক্ষায় থেকোনা, দু:খ নিও না
কষ্টের সীমানায় পা বাড়িও না
আমার ফিরিবার পথ নাহি
বিচ্ছেদের অনল না হয় আমায় করুক ঋণী
ভালো থাকো তুমি!
ইতি
আমি
তাং: ২৫.০৩.২১
ঢাকা।