কারো মনে রং, কারো চোখে ঢং
কেউ বুঝে মৌনতার গভীর ভাষা
কেউ কী বুঝে তার মর্মব্যথা
যে বেদনার নীল রং মেখে মন খারাপের প্রতিটি  বিকেলে
সময়ের ঘড়ির কাঁটার দিকে ফিরে তাকায় বার বার
ক্ষত বিক্ষত হয় ভেতরে ভেতরে অবহেলা অনাদরে
জেগে থাকে গভীর রাত অব্দি প্রত্যাশার চাদর বি ছায়ে
পার করে অসংখ্য নির্ঘুম রাত বিষাদের গান গেয়ে
যার ফিরে আসার কথা তার পথ চেয়ে
এই টুকুনই তো চাওয়া
ভালোবাসি অথচ ভালোবাসার মানুষ করে অবহেলা
শরীর রাঙিয়ে থাকি অথচ স্বপ্নের মানুষ দেয় না দেখা
কেন এমন হয়, তবে কী ভালবাসার পরাজয়
হয়তো হবে তাই
সময় যত গড়ায়, বিরহের কথামালা ভিড়ে ডায়রির পাতায়
নীরবে যা আজও কাঁদায়!


রচনাকাল
০৪.০৮.২০২০