সনেট
ছন্দ মাত্রা পেত্রার্কীয়
কখখককখখক
গঘঙগঘঙ


মৃত্যুর ধরণ এক/ নজর করুন
বিশ্বের শহর আজ/লাশের নহর
অক্সিজেনের অভাব/জীবন বাবুর
এক বিমুর্ত রোগের/মরণে কাঁপন।


বিজ্ঞান দর্শন সব/কিছুর বচন
রহিত সব ধরণ/জানার বোঝার
হাঁচি কাশিতে তার এ/অশুভ বিস্তার
বাঁচি বার পণ কার/ঈশ্বর রচেন।


বৃহৎ রাষ্ট্রগুলির/চোখে নাই ঘুম
আপন পর সবার/যার জ্বর হয়
থর থর কাঁপে স্বর/জাগে তার স্মৃতি।
নতুন আচার নীতি/শান্তির ও ভূম
জীবন যাপন চল/তার হয় ক্ষয়
স্বাস্থ্য বিধি মানার/চলুক এ রীতি।


রচনাকাল
২৭.০৪.২১