ব্যাকফুটে চলে গেল বিশ্ব
পরা শক্তি ও ক্ষমতাধর সবগুলো রাষ্ট্র!
অথচ নেই কোন যুদ্ধ
প্রতিপক্ষের হামলা, আক্রমন
অস্ত্র, গোলাবারুদ, ট্যাংক, কামানের কোন গর্জন
যুদ্ধ বিমান, ড্রোন, ছত্রীসেনার আক্রমন
তবুও থামছেনা মৃত্যুর মিছিল
প্রতিদিন যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ
সারি সারি স্ব জনহীন লাশ
শোকে ভারী হয়ে উঠছে বাতাস
বাড়ছে আক্রান্ত মানুষ, দেশের সংখ্যাও বেশ।


এক বিংশ শতাব্দীর এ এক নতুন অভিজ্ঞতা
মরনঘাতী করোনায় বিপন্ন মানবতা
স্থবির সব নগর সভ্যতা
ব্যস্ত শহর, বন্দর, লোকালয় হল জনমানব শূন্য
স্থল, আকাশ, নৌ পথের যোগাযোগও বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন প্রায় প্রতিটি দেশ, প্রতিটি পরিবার
মানুষ কেউ যেন করো নয়, আপনও যেন নিজের নয়
নীরব-নিথর এক প্রতিকুল পরিবেশ
ইতিহাসে মিলে এই প্রথম আযানের ভিন্নতা
পবিত্র কাবায়, ধর্মীয়সভায় জন শূন্যতা
যেন মানব সভ্যতার এক কঠিন পরীক্ষা।
তবুও আশায় বুক বাঁধে মানুষ
ভয়, আতংক, শঙ্কার দিন হবে শেষ
বন্ধ দুয়ার খুলে আবার জেগে উঠবে লোকালয়
ঘুরবে সভ্যতার চাকা, বাঁচবে বিশ্ব মানবতা
সামাজিক বন্ধনের সব সৌখিনতা।


রচনাকাল
২৬.০৩.২০২০