নন্দিতা
কী অপূর্ণতায় বিষন্নতা
মন খুলে ছাড় ইচ্ছার সুতা
আকাশে উড়বে ঘুড়ি
পেয়ে স্বাধীনতা।
দূরের পাহাড় চুঁড়া দেখ নীরবে দাঁড়িয়ে
হাজার বছর ধরে যাচ্ছে
পৃথিবীর ভার বহন করে
প্রকাশ পায় না তার
শত কষ্ট ক্ষত যন্ত্রনা
বরং হাঁসি মুখে যায় সয়ে।


নন্দিতা
কিসের কষ্ট তোমার যুগল চোখে
উৎকৃষ্ট সময় কেন খোঁজ
বলার লোভে
কেন বুঝ না
তোমার যন্ত্রনায় আমার হৃদয়ের ঋণ বাড়ে
অথচ তুমি ডাক দিলে
সব কিছু ফেলে
ছুটে যাই তোমার সদর দরজায়
একটু ছোঁয়া পাব বলে!


নন্দিতা
এমনই কপাল আমার
কী কষ্ট তোমার বুঝি নিতো আগে
যতদূর জানি
আমার কষ্টেরা সুখে আছে
তোমার অন্তরে নির্বিঘ্নে বাস করে।


রচনাকাল
২০.১০.২০