জীবনের গল্প যদি বুঝতে চাও
পীড়িত মানুষের কাছে যাও
হৃদয় দিয়ে উপলব্ধি কর তার বেদনা
দেখবে সুখ মামুলি বিষয়।
খেয়ে পরে বেঁচে থাকা, হাসি আনন্দে মেতে উঠা
দু:খ কষ্ট থেকে নিজেকে গুটিয়ে রাখা
অলস কার্য দিবসে ঘরে পায়চারী করা
বছর বছর সৌখিনতা পরিবর্তনে মেতে উঠা  
বিবেক নিশ্চয়ই বলে ওরে বোকা
এসব নয় জীবনের একমাত্র পাওয়া?
মানুষ হবে মানুষের জন্য, জীবন জীবনের জন্য
যদি ভাবি নিজের জন্য, গড় মিল দেখা দিবে হিসেবে
আমি তো মানুষ, মনু ষত্ব আমার ধর্ম
মানবতা আমার বর্ম।


রচনাকাল
১০.০৯.২০২০