ঘর টানে তোমার ঘ্রাণে
সূর্য রাঙে দিনের টানে।
হাওয়ায় লেখা তোমার চিঠি
বসন্তে পৌঁছে আমার বাড়ী।


অলস বিকেল খুব ঘরোয়া
চায়ের আড্ডায় তুমুল ঝগড়া।

স্মৃতি গুলি বেশ আলসে
সন্ধ্যা নামার একটু আগে
যোগ-বিয়োগের অংক কষে
বয়স টাকে মিলিয়ে দেখে।


সময়টা ভীষণ জেদী
খেলতে দেয়না লুকোচুরি।
নীলাম্বরী সাজে তুমি
মন গগনে ওড়াও ঘুড়ি।


হিমেল হাওয়া ঘাসের বনে
শীতের সকাল কনকনে।


দুরন্ত ঐ প্রজাপতি
মায়ায় জড়ায় দুটি আঁখি।
মেয়ে, তুমি ভীষণ রাগী
দিশেহারা হয়ে আমি
সন্ধ্যার আগে ঘরে ফিরি!


রচনাকাল
১৬.০৯.২০১৯