নি:সঙ্গতার দেয়াল ভেঙ্গে চমকে উঠে রোদ
আকাশ ভারী দেয় সংকেত মেঘ
ব্যস্ততার ফাঁকে ফাঁকে কল্পনার চেনা মুখ
নি:শব্দে ফিরে আসে ধুলোবালি জমা পুরানো বাড়ীটায়
অনিচ্ছার বাগানে ঝরা পাতা কাঁদে আজও নির্দিধায়।
স্মৃতি গুলি বাক রুদ্ধ
শুনে তার নিজ শহর হারিয়েছে স্বত্ব
অথচ নি:সঙ্গতা বদলায়নি তার জমিদারী স্বভাব
মন ভেজাবার ইচ্ছা জাগে কোন কালো চোখের ডালে
আজও বুকের বাম গোলার্ধ ভালোবাসা জমা করে
মন কেমনের গল্প লিখে
মাঝে মাঝে অন্তর অম্বরে গোধুলীর রঙ কল্পনার চেনা মুখ তোলার শত শত চেষ্টা করে
কভু না পারে?
অবশেষে নি:সঙ্গতা বুঝে
নির্বাসনের শহরে চার দেয়ালের ঘরে একাকীত্ব বসবাস করে!


রচনাকাল
২০.০৩.২১