বেশ ক্লান্ত দেহ মন
অশান্ত ঘরের কোন
বাহিরে যেতে বারণ
ঘরে থাকো সারাক্ষন
বন্ধী এ জীবন
বেশ যন্ত্রনার কথন।


বাঁচার তাগিদে
সব সম্পর্ক রেখে দূরে
পৃথক পৃথক ছাদে
জড়ো হয়ে আছি
নতুন ভোরের মোহে।


যত্নে আগলে রাখ  
স্নেহ, মায়া, মমতা
শ্রদ্ধা, ভালোবাসা
আবার হবে দেখা
নিষ্ঠুর নিয়তি শেষে
বুঝিয়ে দিও
যার যার পাও নাটা।


মন বাঁধ শক্ত করে
হাল ছেড়োনা বন্ধু
আরো কয়েকটা দিন থাক ঘরে
বাহিরে যে করোনা
তাড়া করে
ঘর এখন নিরাপদ
বাহির বেশ বিপজ্জনক
মনে রেখো সবে।


এসো দোয়া করি
সু-দিনের মোহে
খুব সহসা যাতে
মুক্তির পতাকা
উড়ে ঘরে ঘরে।


রচনাকাল
১৭.০৪.২০২০