সেদিন যদি চলে না যেতে
হয়তো অনেক কথা বলতে
কিছু কথা আমারও ছিল
সময় হয়নি তোমার শুনতে।


নির্বাক চোখে শুধু দেখেছি
চলে যাওয়ার সেই ঈর্ষাময় ক্ষণ
দাম্ভিক পদ ভারে পিষ্ট হয়েছে
ভালোবাসার মন।


যাওনি বলে কোন কথা
একাকীত্ব যে কী
হয়তো বুঝনি তার ব্যথা
বুকের মধ্যে এক গভীর দীর্ঘশ্বাস
বয়ে দগ্ধ এই বেঁচে থাকা।


ভাব তো একবার আমায়
তোমার মত করে
আমার জায়গায় তুমি হলে কী
বেদনার দাসত্ব মেনে নিতে?


রচনাকাল
০৩.১০.২০