মন শুধরে নিয়েছি
কেন বিরক্ত কর বার বার
মিথ্যে মরিচিকার পিছে আর নয়
বলেছিতো ভালোবাসায় জোর খা টেনা
স্বপ্নগুলো আর আগের মত মনে ভা সেনা
একাকীত্ব এখন বড্ড ভালো লাগে
মুখ লুকায়ে কী লাভ বল, পুরোনো ব্যথায় মলম লাগিয়ে
এখন বুক ভরা বাতাস নেই
দিবসের ক্লান্তি রাত্রির দু'চোখে ভর করলে
শান্তির হাই তুলে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি
রাত আমার শরীরে বুলিয়ে দেয় যাদুরকাঠি
নি:শব্দের সৈকতে আছড়ে ফেলি সব যন্ত্রনা
শুদ্ধতার নদীতে ভাসিয়ে মনের আলপনা
বর্ণিল আকাশ দেখি আর হাসি
প্রেমের বাসনা চৌরাস্তা মোড়ে রেখে
নিজেকে জীবন যুদ্ধের সৈনিক বানিয়ে
তোমার তাচ্ছিল্যতাকে বরণ করে
স্বেচ্ছায় নির্বাসন মেনে নিয়েছি।


রচনাকাল
১৯.০৭.২০