হতে চাই তোমার চোখে
একটি নিশি তারা
হৃদয় খুলে দেখতে পাবে
একটি প্রেমের তালা
ভাঙ্গতে চাই আমি
বলতে চাই কিছু কথা
পাইনা তোমার ইশারা
তাই দীর্ঘ এ নীরবতা
ওগো নিশুতি রাতের নীহারিকা
কেন বুঝ না হৃদয়ে জ্বলছে প্রেমের জ্বালা
পারিনা সইতে অন্তর যাচ্ছে পুড়ে
এখনও জ্বলছে আগুন বুকের গহীনে দাউ দাউ করে
নি ভাতে পারছেনা দমকল বাহিনী শত চেষ্টা করে
মেলে ধর যদি মনের জানালা একটু উদার হয়ে
হয়তো ফিরতে পারে পথ হারা পথিক
তোমার কুঞ্জ ছায়ায় নিশীত রাতে।


রচনাকাল
১৬.১০.২০