তুমি মোরে করেছো পর
ভেঙ্গেছো মোর প্রেমময় ঘর
জানিনা কী অপরাধ মোর
ছিলাম দুই সখা
শৈশবে খেলেছি কত পুতুল পুতু্ল বিয়ে খেলা
মালা বদল করেছি কত
বুঝিনি মর্ম তব!
বাসর করেছি ধানী সবুজের মেলায়
হদুদে সোহাগ ঢুলায়ে
বাতাসের দোল উৎসব ছিলো
তোমাতে আমাতে জড়ায়ে।
দৌড়ঝাঁপ কত করেছি
ঘাস ফড়িং এর মত
অবুজ মন তখনও বুঝিনি
পরিণয়ের ভার কত?
যৌবন জাগালো মনে প্রেম
বসন্ত হৃদয়ে মাখ লো আবীর
আবার শুরু হলো দেখা
শৈশবের স্মৃতি গুলি হৃদয়ে যে গাঁথা।
সেই ছোঁয়া সেই প্রীতি
এবার একটু ভিন্ন রকমের অনুভূতি
দু'টি হাত যখন এক হতো এবেলায়
মনে মনে কামনার ঝড় বয়ে যেতো
তোমার চোখ বলে দিতো
আমি ও হলফ করে বলি
বয়স টা এমনই ছিলো!
হারাবার পথ ছিল
কভু হারাইনি মোরা
একদা পালকি নামে তোমার উঠানে
বীর দর্পে উঠে গেলে
পশ্চাতে রেখে অবহেলা।


রচনাকাল
৩০.০৪.২১